রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১৩ মে ২০২০ ২৩:৪১
রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে উজ্জ্বল দাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জালিয়াপাড়া গ্রামের মৃদুল দাশের ছেলে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘরের ইলেকট্রিক্যাল যন্ত্র ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উজ্জ্বল। পরে তাকে উদ্ধার করে
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লংগদু রাবেতা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু তালহা জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক যুবকের নিথর দেহ নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।