Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে নকল পণ্য উৎপাদনে র‌্যাবের হাতে আটক ১২


১১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নকল মশার কয়েল কারখানা ও অনুমোদনহীন যৌন উত্তেজক শরবত উৎপাদনের অভিযোগে ১২জনকে আটক করেছে র‌্যার -১১।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এম.কে ফুডস্ ও এম.এম কনজুমার নামে দুটি কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- তাহমিদ ইসলাম, রকিবুল ইসলাম, ফয়সাল আহমেদ, রাজু বেপারী, খায়রুল আলম, হাবু বেপারী, রাকিব হোসাইন, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, সুমন মোল্লা,আনোয়ার হোসেন ও রাশেদ গাজী।

অভিযান চালিয়ে কারখানা দুটি থেকে যৌন উত্তেজক শরবত, বিভিন্ন ব্রান্ডের মশার কয়েল, একটি কভার্ডভ্যান জব্দ ও কারখানাটির অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি কারখানায় অভিযান চালানো হয়। কারখানা দুটি থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক শরবত ও নকল কয়েল পাওয়া যায়। এ কারণে কারখানার মালিকসহ ১২জনকে আটক করা হয়।

অবৈধ কারখানা অভিযান আটক নকল পণ্য র‍্যাব