Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপমহাদেশের মানদণ্ডে ঢাকায় ভালো নির্বাচন হয়েছে: তথ্যমন্ত্রী


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫২

রাজশাহী: বিএনপির হামলার আশঙ্কায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তবে এরপরেও এই নির্বাচনে উপমহাদেশের মানদণ্ডে সবচেয়ে ভালো ভোট হয়েছে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমীতে আয়োজিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘এই নির্বাচন নিয়ে অনেক বিচার-বিশ্লেষন করা হচ্ছে। দেশের ইতিহাসে এটি অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে। যেই নির্বাচনে কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটেনি, এই নির্বাচনে সিল মারার কোনো ঘটনা ঘটেনি, যেই নির্বাচনে বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।’

অতীতের কোনো স্থানীয় সরকার নির্বাচন এতো ভালো হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের প্রেক্ষিতে নয়, উপমহাদেশের মানদণ্ডে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে। এসময় কলকাতা সিটি করপোরেশন নির্বাচনে হামলা, ভাঙচুরের কথা উল্লেখ করেন তিনি।

প্রতিনিধি সভার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগঠনে অনেক আগাছা ঢুকেছে। ২০১৪ সালের পরে যারা সংগঠনে এসেছেন তাদের দলের কোনো পদে রাখা যাবে না।’

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। এসময় ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য দেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর