Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলইডি লাইট ও হাইড্রোলিক হর্ন বন্ধে ঝিনাইদহে অভিযান


২০ জানুয়ারি ২০২০ ১৪:৪২

ঝিনাইদহ: ঝিনাইদহের সড়কে চলাচলকারী বাস-ট্রাক, ইজি বাইকসহ বিভিন্ন যানবাহনে এলইডি লাইট, সার্চ লাইট ও হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আরাপপুর ও ভাটই বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় ট্রাফিক ইনসপেক্টর কাজী হাসানুজ্জামান, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মোস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কাজী হাসানুজ্জামান বলেন, আইন অনুযায়ী দেশে বাস-ট্রাকে হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি ইজিবাইকে এলইডি লাইট ও ট্রাকে সার্চ লাইট ব্যবহারের ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসব বন্ধে অভিযান চালানো হচ্ছে। সারাদিনের অভিযানে শতাধিক বাস-ট্রাক থেকে হাইড্রোলিক হর্ন ও সার্চ লাইট খুলে নেওয়া হয়। পাশাপাশি ইজি বাইক থেকে খুলে নেওয়া হয় সাদা এলইডি লাইট।

 

 

এলইডি লাইট ট্রাফিক পুলিশ হাইড্রোলিক হর্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর