Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে ধর্ষণের মামলায় তিন আসামি কারাগারে


১৬ জানুয়ারি ২০২০ ০৩:১৫

মৌলভীবাজার: মৌলভীবাজারে একই ক্লাসের দুই বান্ধবীকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

কারাগারে পাঠানো আসামিরা হল- উত্তর জগন্নাথপুর এলাকার ইসলাম মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫), আদরিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫) ও ছুরুক মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (২৩)।

বিজ্ঞাপন

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সারাবাংলাকে জানান, ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আরও দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা (নম্বর-১২, ১৪/০১/২০২০) হয়েছে। আর গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পলাতক দুই আসামি হল- উত্তর জগন্নাথপুর এলাকার আব্দুল মুকিত (২২) ও ছুরুক মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

কারগারে ক্লাসের ছাত্রী গণধর্ষণ মামলা গ্রেফতার

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর