Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম রুটে যোগাযোগ বন্ধ


১৬ জানুয়ারি ২০২০ ০১:৫৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০২:৩৩

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে চট্রগ্রামগামী আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্রগ্রাম, নেত্রকোনা, জারিয়া ও ভৈরব রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে গৌরীপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে রাত সাড়ে ৮টায় চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। রাত ৩টা নাগাদ উদ্ধার কাজ সম্পূর্ণ হতে পারে। এঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

ট্রেন যোগাযোগ বন্ধ ট্রেন লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর