জয়পুরহাটে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ২
৩১ ডিসেম্বর ২০১৯ ১৩:২২
জয়পুরহাট: বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জয়পুরহাট থানা পুলিশ। গ্রেফতার দুইজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে রঞ্জু সরকার ও আক্কাস আলীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ২৫ টি ধারালো অস্ত্র ও ছয়টি ককটেল জব্দ করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, গ্রেফতার দুইজন দেশি অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করেন। তারা অস্ত্র বেচা-কেনা করছেন, এমন খবরের ভিত্তিতে গতরাতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
রঞ্জু ও আক্কাসের বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজী ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।