জয়পুরহাটে বাসচাপায় নারীর মৃত্যু
২৫ ডিসেম্বর ২০১৯ ১৪:৫২
জয়পুরহাট: জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক মোটরসাইকেল যাত্রী।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এই ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, নিহত বিউটি বেগম (৪৫) জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তিনি প্রতিদিন সকালে গ্রাম থেকে জয়পুরহাট শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে গৃহসহকারীর কাজ করেন। সকালে জয়পুরহাট শহরে যাওয়ার সময় প্রতিবেশী এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার দেখা হয়। তিনি অনুরোধ করলে ওই আরোহী তাকে জয়পুরহাটে পৌঁছে দিতে রাজি হন। পথে জয়পুরহাট থেকে বগুড়া গামী একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিউটি রাস্তার উপরে পরে যান। সেসময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন ওই মোটরসাইকেল আরোহী।