বগুড়ায় আলাদা দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২৩ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৯
বগুড়া: বগুড়ায় আলাদা সড়ক দুঘটনায় রেজাউল করিম বকুল (৪৫) নামের এক শিক্ষক ও আব্দুল গফফার (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলায় ও রোববার রাতে জোলার মাথায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম বকুল নন্দীগ্রার উপজেলার দাতমানিকা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। অপরদিকে নিহত কৃষক আব্দুল গফ্ফার নাটোর জেলার সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টার দিকে কৃষক আব্দুল গফ্ফার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পুর্ব থেকে পশ্চিম দিকে রাস্তা পারাপারের সময় বগুড়া থেকে নাটোরগামী মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে শিক্ষক রেজাউল করিম বকুল মোটরসাইকেলযোগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংড়া যাবার পথে মহাসড়কের জোলার মাথা নামকস্থানে পৌছিলে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক।
যে ট্রাকগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেগুলোকে আটক করা যায়নি বলেও জানান জাহিদুল ইসলাম।