Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকারদের তালিকা বাতিলের দাবিতে বরিশালে বাসদের সংবাদ সম্মেলন


১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৭

বরিশাল: শুধু স্থগিত নয় বরং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বরিশাল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর ফকিরবাড়ী সড়কের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান জেলা বাসদের সদস্য সচিব ও মুক্তিযোদ্ধার সন্তান ডা. মনীষা চক্রবর্তী।

লিখিত বক্তব্যে ডা. মনীষা বলেন, ‘বিজয়ের ৪৮ বছর পর ভুলে ভরা রাজাকারের তালিকা প্রকাশ করে একটা প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়েছে। এই রাজাকারের তালিকায় কিভাবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নাম এলো তা তদন্ত করে এর নেপথ্যে জড়িতদের শান্তির আওতায় আনতে হবে।’

একইসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান তিনি।

জনরোষের কারণেই সরকার এই তালিকা স্থগিত করেছে উল্লেখ করে এই বাসদ নেতা বলেন, ‘তবে আমরা মনে করি রাজাকারদের এই তালিকা স্থগিত করলেই হবে না, এটা বাতিল করতে হবে। এরপর কমিশন গঠন করে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে রাজাকারের তালিকা তৈরি করে তা যাচাই-বাচাই করে প্রকাশ কতে হবে। অন্যথায় গণ আন্দোলনের মাধ্যমেই আমরা দাবি আদায়ে সচেষ্ট হবো।’

ডা. মনীষা চক্রবর্তী বাসদ রাজাকারের তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর