Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধদের নাম রাজাকারের তালিকায় আসায় বরিশালে প্রতিবাদ


১৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫৯

বরিশাল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় এই তালিকা বাতিলের দাবি জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। সেইসঙ্গে যারা এই তালিকা প্রকাশের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা অত্যন্ত বেদনাদায়ক ও অপমানকর। যেসব মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে পাকিস্তানী শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের নাম রাজাকারদের তালিকায় আসার অর্থ হলো সরকারের মধ্যে স্বাধীনতা বিরোধীরা এখনো ঘাপটি মেরে আছে। এটা তাদেরই কাজ। তাই এই তালিকা দ্রুত বাতিল করার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রাজাকারের তালিকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর