Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২


১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:২৯

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে বারাহীপুর ৮ নম্বর ওয়ার্ড থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে এদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতার দুইজন হলেন, দাদপুর ইউনিয়নের সুজন (২৬) ও শাকিল ( ২৯)।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন বলেন, স্থানীয়রা রাত ১টায় দিকে অস্ত্র-গুলিসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরা এলাকায় সন্ত্রাসী হিসেবেই পরিচিত। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গতকাল অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হয়।

আদালতের মাধ্যমে এদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর