Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে ধর্মীয় বক্তার মৃত্যু


৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৪০

নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মাইক্রোবাসটির অন্তত চার যাত্রী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জোনায়েদ সিদ্দিকী (২৮)। তিনি পুরান ঢাকার মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে। পেশায় ধর্মীয় বক্তা ছিলেন তিনি। বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি বক্তব্য রাখেন তিনি।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদুল হক জানান, গতরাতে সিলেটের একটি মাহফিল থেকে ওয়াজ শেষ করে প্রাইভেটকারযোগে ঢাকায় ফিরছিলেন জোনায়েদ সিদ্দিকী। এসময় বিপরীত দিক থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী আরোকটি মাইক্রোবাসের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোনায়েদ সিদ্দিকীর মৃত্যু হয়। আহত হন চারজন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওয়াজ মাহফিল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর