Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে প্রতিমা বিসর্জনে ‘সম্প্রীতির’ মিলনমেলা


৯ অক্টোবর ২০১৯ ০১:১৪

কক্সবাজার: আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন শেষ হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গোপসাগরে শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে প্রতিবছরই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সৈকতের প্রায় দুই কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। পূজারী, ভক্ত, দর্শনার্থী, পর্যটকসহ সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয় কক্সবাজার সৈকত। বিজয়ার দিনে কক্সবাজার পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।

বিজ্ঞাপন

ঘোড়ায় চড়ে বিদায় দেবী দুর্গার

দুপুরের পর বিভিন্ন মণ্ডপ থেকে গাড়িতে করে সারিবব্ধ ভাবে প্রতিমা গুলো সৈকতে আসতে থাকে। এর পর শতাধিক প্রতিমা সমুদ্রে বিসর্জন দেন ভক্ত-পূজারীরা। এ সময় ঢাক-ঢোল, কাঁসরের তালে আরতির বাদ্য বাজনায় ‘মা দুর্গার জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সাগরতীর। সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে মেতে উঠেন সৈকতে থাকা লাখো মানুষ।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চলনায় বিজয়া দশমীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, সংসদীয় নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পৌর মেয়র মুজিবুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।

বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকত দুর্গা পূজা প্রতিমা বিসর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর