Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যা: রাবিতে বিক্ষোভ


৮ অক্টোবর ২০১৯ ০৩:৪৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মিছিলে বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

বিজ্ঞাপন

মানবন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহবায়ক কে এ এম সাকিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা আছে। আবরার ফেইসবুকে তার মতটিই দিয়েছিলো। কিন্তু ছাত্রলীগের নেতারা তাকে হত্যার করলো। তাদের কি মানুষ মারার দায়িত্ব দেওয়া হয়েছে- প্রশ্ন রাখেন তিনি।

মানববন্ধনে পদার্থবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মাসুদ হোসেন, আব্দুল্লাহ শুভ। একই সঙ্গে মঙ্গলবারও (৮ অক্টোবর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন তারা।

সোমবার (৭ অক্টোবর) বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ির নিচে পাওয়া যায় আবরারের নিথর দেহ। সহপাঠীদের অভিযোগ, তাকে একদল ছাত্রলীগের নেতারা পিটিয়ে হত্যা করেছে। বুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সেই দায় স্বাকীর করে দেয়া হয়।

এদিকে, আবরারকে হত্যার ঘটনায় এ পর্যন্ত বুয়েট শাখা ছাত্রলীগের ৯ নেতাকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকায় বুয়েট শাখা ছাত্রলীগের ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় মামলাও হয়েছে।

বিজ্ঞাপন

আবরার হত্যাকাণ্ড বিক্ষোভ বুয়েট রাজশাহী বিশ্ববিদ্যাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর