Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু


৮ অক্টোবর ২০১৯ ০১:৪১

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

নগরকান্দা সার্কেল এর সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে ওই পুরুষ বাসটির চালক, তবে নিহতদের নাম জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধারে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।

আহত মৃত্যু সড়ক দুর্ঘটনা হতাহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর