Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু


২২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৫

প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান আসুরা বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু এবং দিনাজপুর মহিলা কলেজের একজন শিক্ষার্থীসহ ৫ জন নবাবগঞ্জে জাতীয় উদ্যান আসুরা বিলে বেড়াতে যায়। সেখানে তারা কাঠের তৈরি ব্রীজ ও শালবন ঘুরে দেখে। পরে মাঝি ছাড়া তারা নিজেরাই নৌকা দিয়ে বিল ঘুরে দেখতে থাকে। হঠাৎ বিলের মাঝে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় ও ঘুরতে যাওয়া পর্যটকরা তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক এক ছাত্রীসহ ৩ ছাত্রকে মৃত ঘোষণা করেন। এরমধ্যে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু’জন এবং দিনাজপুর মহিলা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসাধীন অবস্থায় হাবিপ্রবি’র শিক্ষার্থী রাফিদ, হাসনাত দিপ্ত ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফারিহা মমি’র মারা গেছেন। নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ৩ ছাত্রের মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও একজন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী।

হাবিপ্রবি’র বেঁচে যাওয়া ২ শিক্ষার্থী অন্তু মিয়া ও মনোয়ার হোসেনকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নৌকাডুবি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর