বগুড়ায় ১৫ জুয়াড়ি আটক
২২ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৮
বগুড়া: বগুড়া টাউন ক্লাবে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন খবরের ভিত্তিতে এ ক্লাবে অভিযান চালানো হয়।
ক্লাব থেকে পুলিশ ১৬শ’ টাকাসহ জুয়া খেলার সারঞ্জামাদি উদ্ধার করে। পরে টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামাল সহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, টাউন ক্লাবে জুয়ার আসর চলছে এমন খবর পেয়ে ওই ক্লাবে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।