Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে গৃহবধুর মৃতদেহ উদ্ধার, স্বামী আটক


২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৮

জয়পুরহাট: জয়পুরহাটে রনি আক্তার নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট পৌর শহরের আরাফাত নগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধুর স্বামী আলমগীর হোসেন আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ।

নিহত রনি আক্তার পৌর শহরের বুলু পাড়া গ্রামের আলমগীর হোসেন আলমের স্ত্রী।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন জানান, পৌর শহরের আরাফাত নগরের ওয়াজেদ আলীর বাসায় ভাড়া থাকতো এই দম্পতি। শনিবার বিকেলে প্রতিবেশীরা রনি আক্তারের ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে তথ্য উদঘাটনসহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রনি আক্তারের স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আটক জিজ্ঞাসাবাদ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর