Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে আ.লীগ নেতাসহ ১২ জুয়াড়ির দণ্ড


২১ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৪

রাঙ্গামাটি: পার্বত্য শহর রাঙ্গামাটির বিভিন্ন ক্লাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাঙ্গামাটি জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দার পুলিশের সদস্যরা অংশ নেয়।

এ অভিযানে রাঙ্গামাটি শহরের ব্রাদার্স স্পোর্টিং ক্লাব থেকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ ১১ জন ও রাইজিং ক্লাব থেকে একজনসহ মোট ১২জনকে ১শ’ টাকা করে মোট ১২শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে খবর মুর্হূতের মধ্যে শহরে ছড়িয়ে পরলে অন্যান্য ক্লাবেগুলো জনশূন্য হয়ে পড়ে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। জুয়া আইন ১৮৬৭’র ৪ ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

টপ নিউজ মাদক বিরোধী অভিযান রাঙ্গামটি জেলা প্রশাসন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর