Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন ও কল্যাণমূলক কাজে পাশে থাকব: শাইখ সিরাজ


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩৭

ঢাকা: চাঁদপুরের উন্নয়নে সব ধরনের কল্যাণমূলক কাজে ঢাকায় কর্মরত চাঁদপুরের পেশাদার সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের বোর্ড রুমে চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংগঠন টিকে থাকে কল্যাণমূলক কাজের মাধ্যমে।’ ঢাকায় কর্মরত চাঁদপুরের সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ ‘চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম’-এর পক্ষ থেকে নেওয়া কল্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি। শাইখ সিরাজ বলেন, ‘কল্যাণকর কাজ সংগঠনের মর্যাদা বৃদ্ধি করে। কাজের মাধ্যমেই সংগঠনকে সবাই মূল্যায়ন করে।’

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, যুগ্ম সম্পাদক সফিক শাহীন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, দফতর সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, জনকল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, নির্বাহী সদস্য জাকির মজুমদার ও কাজী ফয়সালসহ অনেকে।

চাঁদপুর সমিতি শাইখ সিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর