Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. খোকন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর উপজেলার সওদাগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতাহের জানান, নিহত মো. খোকন কমলনগরের চর লরেন্স ইউনিয়নের ছটকি বাড়ির মো. তছলিমুর রহমানের ছেলে। সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা সামনে থেকে খোকনের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী খোকন উল্টে মাটিতে পরে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খোকনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মোটরসাইকেল চালকের মৃত্যু লেগুনার ধাক্কা