হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
১৯ আগস্ট ২০১৯ ০০:১০ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ০১:২৮
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল আশরাফুলের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার দেইল পাড়ায়। তিনি ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, আশরাফুল ইসলাম তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সিলেটের দিকে রওনা হয়েছিলেন।পথে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।