Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র অনুদান


৯ আগস্ট ২০১৯ ২১:৪৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ, মাদরাসা, স্কুল ও মন্দিরে অনুদান দিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভবনে মন্ত্রী এই অনুদানের চেক প্রদান করেন।

মসজিদগুলোর মধ্যে রয়েছে, বায়তুল ফালাহ জামে মসজিদ, কর্ণগোপ জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে মসজিদ, রূপসী প্রধানবাড়ি জামে মসজিদ, শান্তিনগর টিনশেড জামে মসজিদ। প্রত্যেক মসজিদকে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। এছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আল আরাফাহ মাদ্রাসা, ভোলাব কালী মন্দির নির্মাণের জন্য ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। অপরদিকে বরাবো রোজবার্ড কিন্ডারগার্টেন এবং রূপসী শহিদ বকুল স্মৃতি সংসদকেও অনুদানের চেক প্রদান করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি মোট সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করেছেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ‘রূপগঞ্জে কোনো মসজিদ, মন্দির, মাদ্রাসা অবহেলিত থাকবে না। যেখানে মসজিদ দরকার আছে সেখানে নির্মাণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। উন্নয়নের জন্য সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

এদিকে, শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর নীলা মার্কেট কোরবানী গরুর হাট, ভুলতা কোরবানী গরুর হাট ও শিমুলিয়া কোরবানী গরুর হাট পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বিজ্ঞাপন

অনুদান গোলাম দস্তগীর গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর