নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
৩০ জুলাই ২০১৯ ২০:৪৯ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ২২:০৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় মেয়র গলিতে জনৈক ছাদেকের ভবনে এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার মো. মানিক (৫০) ও ভোলা জেলার মো. বাবুল (২০)। এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকার বাসিন্দা মো.ইব্রাহিম (৩৫) আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, ছাদেকের নির্মাণাধীন আটতলা ভবনের সপ্তম তলায় কাজ করার সময় লোহার পাটাতন ভেঙে নিচে পড়ে যান তিন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত ইব্রাহিমের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন পুলিশ সদস্য শীলাব্রত।