Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’সহ গ্রেফতার ২, অস্ত্র-ইয়াবা উদ্ধার


২৭ জুলাই ২০১৯ ১৮:২৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক ও ৭৩ টি ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান ও আব্দুল বাতেনকে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, আব্দুল মান্নান শীর্ষ সন্ত্রাসী ও বাতেন তার সহযোগী। এদের বাড়ী সদর উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জ এলাকায় ।

বিজ্ঞাপন

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ব্রিজ এলাকায় অভিযান চালান তারা। এ সময় ব্রিজের দক্ষিণ পাশ থেকে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুল মান্নান ও তার সহযোগী আব্দুল বাতেনকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, আব্দুল মান্নান ও আব্দুল বাতেন চন্দ্রগঞ্জসহ বেগমগঞ্জ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজী ও মাদক বিক্রি করতো। তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে জনগণ প্রতিবাদ করার সাহস পেত না।

পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় আলাদা দুইটি মামলা করা হয়েছে।

র‍্যাব শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী গ্রেফতার