ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু
২৭ জুলাই ২০১৯ ১২:৫১ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১৩:০১
ঢাকা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃতরা হলেন অটোরিকশাচালক শরীফ, মঠখোলা বাজারের ব্যবসায়ী খোকন (২৮), যাত্রী রাজিয়া খাতুন (৭০) ও অহিদ মিয়া (৪০)
পাকুন্দিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়।
পাকুন্দিয়া থানার অপর ওসি মো. মফিজুর বলেন, ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজন ও হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা যান।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।