Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে ‘সাংবাদিক’ গ্রেফতার


২৬ জুলাই ২০১৯ ১৬:০৮

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফেসবুকে ‘ছেলেধরার গুজব’ ছড়ানোর অভিযোগে আব্দুল আলীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার ভোরে আব্দুল আলীমকে গ্রেফতারের পর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য ওই সাংবাদিক তার নিজের ফেসবুক একাউন্টে ‘ছেলেধরা’ বিষয়ে একটি লেখা পোস্ট করেন। এতে করে এলাকার মানুষদের মাঝে ভীতি সৃষ্টি হয়।

আটক আব্দুল আলীম (৩৫) দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে জাতীয় দৈনিক আমার সংবাদ ও সিএনএন বাংলা টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বলে দাবি করেন বলে জানান ওসি।

কথিত সাংবাদিক গ্রেফতার ছেলেধরা গুজব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর