Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন্ন ধর্ম, প্রেমিক- প্রেমিকার অত্মহত্যা


২৬ জুলাই ২০১৯ ০৪:৩১

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসমান অবস্থায় প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে স্থানীয়রা রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের বরগাং এলাকায় হ্রদের জলে দুই লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে প্রথমে মেয়েটির এবং পরে ছেলেটির লাশ উদ্ধার করে।

মৃত প্রান্ত দেওয়ানজি হিমেল (১৮) রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজারের ঔষধ ব্যবসায়ী ছোটন দেওয়ানজির পুত্র। আর তাহফিমা খানম তিন্নি (১৮) একই জেলার রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার শহীদ তালুকদারের কন্যা।

বিজ্ঞাপন

জানা গেছে, হিমেল ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আর তিন্নি রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ছেলেটির বাসা রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজার এলাকায় আর মেয়েটি রাঙ্গামাটিতে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশুনা করছিলো।

রাঙ্গামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, ‘ফেসুকে একটি ঘোষণা দিয়েই আত্মহত্যার ঘটনা। প্রেমের কারণেই এটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। দুইজন দুই ধর্মের হওয়ায় প্রেমে সফলতার কোনো সম্ভাবনা নেই দেখেই তারা আবেগে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।’

হিমেলের পিতা ছোটন দেওয়ানজী জানিয়েছেন, ‘তারা দুজন প্রেমের কারণেই আত্মহত্যা করেছে বলেই মনে হচ্ছে। আমরা আসলে কিছুই জানতাম না। ভেবেছিলাম কোনো কারণে ছেলে নিখোঁজ হয়েছে। কিন্তু কেনো এটা করলো বুঝতে পারছিনা।’

অন্যদিকে মেয়েটি তার যে স্বজনের বাসায় থেকে পড়াশুনা করতো সেই নুরুল আলম মিয়া জানিয়েছেন, ‘আমরা আসলে কিছুই বুঝতে পারছিনা। সে আমার বাসায় থেকে পড়াশুনা করতো। কিন্তু কিসের মধ্যে কী হলো কিছুই বুঝতে পারছিনা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি

আত্মহত্যা মৃতদেহ উদ্ধার রাঙ্গামাটি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর