Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল কাভার্ডভ্যানের নিচে ঢুকে গেল ২ মোটরসাইকেল, ২ জনের মৃত্যু


২৪ জুলাই ২০১৯ ০৬:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৪:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আক্তারুজ্জামান ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে বিকল কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেল দুটি ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০ টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. আব্বাস আলী (১৯) ও বহদ্দারহাটের মাঝির পাড়া এলাকার মো. মুন্না (১৮)। আহত দুজন হলেন- রাফি (২২) ও রিফাত (২২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ফ্লাইওভারের ওপর বিকল একটি কাভার্ড ভ্যান মেরামতের কাজ চলছিল। সেখানে পর্যাপ্ত আলো ছিল। কিন্তু দ্রুতবেগে আসা দুটি মোটর সাইকেল একই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়।

গুরুতর আহত চারজনের মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দু’জন চিকিৎসাধীন আছেন বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

কাভার্ডভ্যান চট্টগ্রাম দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর