Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু


২৪ জুলাই ২০১৯ ০৩:০০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০২:৫২

নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের পারিবারিক সূত্র জানায়, তাদের কেউ ব্যবসায়ী ও কেউ চাকরিজীবী। তারা নারায়ণগঞ্জ থেকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে বেড়াতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

বিজ্ঞাপন

মৃতরা হলেন বরিশাল জেলার পিরোজপুর থানার কাউখালী এলাকার রাব্বি মিয়া (২২), একই এলাকার জাহাঙ্গীর (৩৬) ও শাহাবুদ্দিন (৩৩)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজাহান জানান, শ্যালো ইঞ্জিন চালিত নসিমনটি কাঁচপুর থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। আর যাত্রীবোঝাই পিকআপ যাচ্ছিল পাঁচদোনা থেকে নারায়ণগঞ্জ সদর এলাকার দিকে। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় দুই যানবাহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন আরও আটজন।

আহতদের প্রথমে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনজনের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/একে

টপ নিউজ রূপগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর