Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে : বিপ্লব বড়ুয়া


২৩ জুলাই ২০১৯ ০৮:২৮

চট্টগ্রাম ব্যুরো : আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেছেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় বন্যাদুর্গত এলাকার মানুষ দুর্ভোগ বাড়েনি।

সোমবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বন্যার পর থেকে দুর্গত এলাকায় সরকার শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসনের কাজও করছে সরকার।

দুর্গত এলাকার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় দলমত নির্বিশেষে সবারই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। যে কোন দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সামনে যত বাধাই আসুক না কেন, সরকার মানুষের পাশে থাকবে, উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

ত্রাণ বিতরণের সময় বিপ্লব বড়ুয়ার সঙ্গে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল আবসার চৌধুরী ছিলেন।

বিকেলে বিপ্লব বড়ুয়া সাতকানিয়ার বাজালিয়ায় ত্রাণ বিতরণ করেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম বন্যা দুর্গত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর