দুর্বার আন্দোলন করতে চায় গণফোরাম, জয়পুরহাটে মতবিনিময়
১৩ জুলাই ২০১৯ ১৬:০৫ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৬:৩৭
জয়পুরহাট: গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলছে, সেই জনগণের উপরই তারা প্রভূত্ব বিস্তার করে চলেছে, এটা চলতে পারে না। শনিবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতাবনিময় করছিলেন তিনি। গণফোরামের অন্য কয়েকজন কেন্দ্রীয় নেতা এসময় উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সেই প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয়, এটাই গনতন্ত্রের মুল কথা, কিন্তু এখন তা হচ্ছে না।
তিনি আরো বলেন, ‘কালো টাকার মালিকদের আশ্রয় দেওয়া হচ্ছে, কারা জনগণের রক্ত-ঘামের ৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সরকারকে তাদের নাম প্রকাশ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা গণফোরামের সভাপতি শ্যামল কুমার সাহা। আরো বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আমছা আমিন, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মোহসীন রশিদ, জয়পুরহাট জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ অন্যান্যরা।
অধ্যাপক আবু সাঈদ আরো বলেন, এ সরকারে জনগণের শাসক নয়। এক ব্যক্তির হুকুমে দেশ চলছে। তাই তাদের কাছে থেকে কোন কল্যাণ প্রত্যাশা করা যায় না।
সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনগনকে সম্পৃক্ত করতে আমরা মাঠে নেমেছি, বলেন তিনি।
এজন্য সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সংগঠন শক্তিশালী হলে আন্দোলনের ডাক দেয়া হবে, বলেন অধ্যাপক সাইয়িদ।
সারাবাংলা/এমএম