হাটে ঘুরে ধান কিনলেন বীরেন শিকদার এমপি
১৩ জুলাই ২০১৯ ১৫:৪২ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৬:৩৭
মাগুরা: সংসদ সদস্য ড. বীরেন শিকদার শনিবার (১৩ জুলাই) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার ঘুরে দেখেছেন। এসময় তিনি সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ২৬ টাকা দরে কৃষকদের কাছ থেকে সরাসরি (ধান) কেনেন।
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের গৃহিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এই সংসদ সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে শালিখা উপজেলায় এক হাজার একশো ২৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনার এ কার্যক্রম চলবে।
সারাবাংলা/এমএম