Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে রোগ সারার গুজব, সরানো হলো সেই নলকূপ


১০ জুলাই ২০১৯ ১৯:০৪

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরের টাওয়ার পাড়া মাঠের নলকূপটি অপসারণ করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নলকূপের মাথা খুলে নেয় পুলিশ।

এ সময় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) দেলোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক, ২নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নলকূপের পানি খেলে রোগ সারছে এমন গুজব রটানোর অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান জুয়েলের বিরুদ্ধে। ওই নলকূপের পানি পান করে তার দীর্ঘদিনের কাশিও সেরেছে বলে ইউপি চেয়ারম্যান দাবি করেন।

https://www.youtube.com/watch?v=2N6saIimTHw&t=13s

গত রোজার আগে সরকারি অর্থায়নে মাঠের কৃষকদের জন্য নলকূপটি স্থাপন করেন ইউপি চেয়ারম্যান। গত দিন ২০ আগে লোকমুখে আলোচনা আসতে থাকে কে যেন স্বপ্ন দেখেছে এই নলকূপের পানি পান করলে রোগ ব্যাধি দূর হচ্ছে। এরপর থেকে ওই নলকূপের পানি নিতে রোগপ্রত্যাশী হাজার হাজার মানুষের ভিড় বাড়ছিল।

সারাবাংলা/একে

আরও পড়ুন

ইউপি চেয়ারম্যানের গুজব, ‘নলকূপের পানিতে সারছে রোগ!’

 

গুজব ঝিনাইদহ নলকূপ মধুহাটি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর