Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে বারী হত্যা মামলায় ২ জনের ফাঁসি


২৪ জুন ২০১৯ ০০:৩২ | আপডেট: ২৪ জুন ২০১৯ ০০:৩৩

দিনাজপুর: দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল বারী হত্যাকাণ্ডের মামলায় দুই প্রধান আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর ১৭ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আনোয়ারুল হক এই আদেশ দিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার রতনৌর গ্রামের জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ২৯ অক্টোবর বিরল উপজেলার রতনৌর মৌজার ১৪ শতাংশ জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ হয়। এসময় জাহাঙ্গীর ও শরিফুলসহ ১৯ জন আব্দুল বারীসহ তিনজনকে গুরুতর আহত করে। ঘটনার একদিন পর ওই বছরের ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বারী মারা যান। পরে ২০০৪ সালের ৩১ অক্টোবর মৃতের ভাই আব্দুল বাকী বাদী হয়ে বিরল থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/ইএইচটি

ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ড হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর