Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসি মোয়াজ্জেম গ্রেফতারে নুসরাতের পরিবারে স্বস্তি


১৭ জুন ২০১৯ ১২:১৭ | আপডেট: ১৭ জুন ২০১৯ ১৩:৫৩

ফেনী: ফেনীর সোনাগাজী মডেল থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতারে স্বস্তি এসেছে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারে। ওসি মোয়াজ্জেমের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করায় পুলিশ প্রশাসনের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে পরিবারটির অভিমত।

ওসি মোয়াজ্জেম গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করে নুসরাতের মা শিরিন আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়ে হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশে নুসরাত হত্যা মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ব্যারিস্টার সুমনের করা মামলায় ওসি মোয়াজ্জেম গ্রেফতার হয়েছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

নুসরাতের মা আরও বলেন, ‘ওসি মোয়াজ্জেম আমার মেয়ের হত্যাকে আত্মহত্যা বলে প্রচার করেছে। অবৈধভাবে মেয়ের ভিডিও ধারণ করেছে। আমরা এর আগেও ওসি মোয়াজ্জেমের বিচার চেয়েছি। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

নুসরাতের বড় ভাই ও নুসরাত হত্যা মামলার বাদী মাহমুদুল হাসান নোমান বলেন, ‘নুসরাতকে থানায় নিয়ে ওসি মোয়াজ্জেম তা যে নাজেহাল করেছিলেন তা অনেক দুঃখজনক। ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারের মধ্যদিয়ে পুলিশ প্রশাসনের গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছে।’

নুসরাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী আইনজীবী রফিকুল ইসলাম খোকন বলেন, ‘দীর্ঘদিন পালিয়ে থেকে ওসি মোয়াজ্জেম অবশেষে গ্রেফতার হয়েছেন। নুসরাত হত্যা মামলার আসামিরাও বেশিদিন পালিয়ে থাকতে পারেনি। পিবিআই ও পুলিশ অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করেছে। আমরা ন্যায়বিচারের স্বার্থে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।’

বিজ্ঞাপন

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় নুসরাতের পরিবার থানায় অভিযোগ করতে গেলে ওসি মেয়াজ্জেম নুসরাতকে জেরা করে ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে এই ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

গত ১৫ এপ্রিল উচ্চ আদালতের ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

পরে ২৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওইদিন আদালত ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর থেকে ওসি মোয়াজ্জেম আত্মগোপনে ছিলেন।

রোববার (১৬ জুন) হাইকোর্ট এলাকা থেকে ওসি মোয়াজ্জেম গ্রেফতার হন।

সারাবাংলা/একে

আরও পড়ুন

ওসি মোয়াজ্জেমের সর্বোচ্চ শাস্তি চায় নুসরাতের পরিবার
ঢাকার আদালতেই তোলা হবে ওসি মোয়াজ্জেমকে
জামিন নিতে এসে ধরা পড়লেন ওসি মোয়াজ্জেম
সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেফতার
ফেনীর পুলিশও ঢাকায় খুঁজে পাচ্ছে না ওসি মোয়াজ্জেমকে

ওসি মোয়াজ্জেম নুসরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর