Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ছাদের পলেস্তারা খসে শিশুসহ আহত ৬


১২ জুন ২০১৯ ১০:৫৯ | আপডেট: ১২ জুন ২০১৯ ১৯:০১

নোয়াখালী: নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ায় দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজন শিশু বেশি আঘাত পেয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. হুমায়ুন জানান, ফায়ার সার্ভিস ও হাসপাতালের কর্মীরা মিলে ওই শিশু ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্লাহ বলেন, ‘পলেস্তারা যেন খসে না পড়ে এ জন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবনের সংস্কার কাজ শুরু করা হবে। খুব শিগগিরই আমরা এ বিষয়ে উদ্যোগ নিচ্ছি।’

সারাবাংলা/একে

নোয়াখালী হাসপাতাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর