Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁও‌য়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১


১১ জুন ২০১৯ ১২:১৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরু বোঝাই ট্রাক ও মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বরৈবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, গরুবোঝাই ট্রাকটি মদনপুরের দিকে যাচ্ছিল আর মদনপুর থেকে মালবাহী কাভার্ডভ্যানটি আসছিল। ট্রাক ও কাভার্ড ভ্যানটি বরৈবাড়ী এলাকায় পৌঁছলে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়। আর ট্রাকচালকসহ ৪জন আহত হন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আব্দুস সামাদ আরও জানান, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

কাভার্ডভ্যান নারায়ণগঞ্জ মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর