Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে কলেজের নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার


১০ জুন ২০১৯ ২০:২২

সংগৃহীত ও প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী মান্নান শেখের (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাছিমদিয়ায় তেলপাম্প এলাকা তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১০ জুন) নড়াইল সদর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত মান্নান শেখ নড়াইল সদরের বল্লারটোপ গ্রামের ইয়াকুব শেখের ছেলে। তিনি নড়াইল হোমিওপ্যাথিক কলেজের নৈশপ্রহরী ছিলেন এবং এর পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন পিপিএম জানান, মান্নানকে হত্যা করলেও তার ভাড়ায় চালিত মোটরসাইকেলটি পাশেই পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মান্নান শেখ রোববার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট থেকে দুইজন যাত্রী নিয়ে সদরের মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত পৌনে ১২টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়ায় তেলপাম্প এলাকায় আসলে মান্নান ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা তার ওপর হামলা করে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মান্নানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

নড়াইল নৈশপ্রহরী মরদেহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর