Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিবিআইয়ের গাড়িচাপায় ৩ পোশাক শ্রমিক নিহত


৩ জুন ২০১৯ ২১:২৯ | আপডেট: ৩ জুন ২০১৯ ২১:৩০

ঢাকা: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. মনিরুজ্জামানকে বহনকারী গাড়িচাপায় কুমিল্লায় তিন পোশাকর্মী নিহত হয়েছেন। ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা স্থানীয় ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলে কাজ করতেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুরুল হক সারাবাংলাকে জানিয়েছেন, ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিয়ার মামলার বিষয়ে তদন্ত শেষ করে ওই গাড়ির কর্মকর্তা ফিরছিলেন। কুমিল্লায় ফেরার পথে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণহীন ওই গাড়িটি কয়েকজন পোশাক শ্রমিককে চাপা দেয়।

নিহতরা হচ্ছেন–সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের তানজিনা আক্তার (২৮), চৌদ্দগ্রামের সাতবাড়িয়া গ্রামের নাছিমা আক্তার (৩৬) এবং ও কাজল বেগম (৩২)।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কুমিল্লা পিবিআইয়ের পুলিশ সুপার ওসমান গনি সারাবাংলাকে বলেন, ‘ফেনী থেকে পিবিআইয়ের গাড়িটি ফিরছিল। ওই গাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন।

সারাবাংলা/এসএইচ/একে

গাড়িচাপা নিহত পিবিআই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর