Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের নিচে ঢুকে গেল ‘বেপরোয়া’ মোটরসাইকেল, নিহত ২


২৫ মে ২০১৯ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের নিচে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ঢুকে গিয়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহতরা মোটর সাইকেল আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে মিরসরাই উপজেলা সদরের ডাকবাংলোর কাছে ফেনাফুনী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. রাকিব (১৯) নামে একজনের পরিচয় পেয়েছে পুলিশ। রাকিব মিরসরাই উপজেলার বড়তাকিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। হতাহত বাকি দুজনও তরুণ বয়সী বলে জানিয়েছেন মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আলম।

তিনি সারাবাংলাকে জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা ট্রাকটির মেরামত কাজ চলছিল। বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই নূরুল আলম।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর