রোহিঙ্গা শিবিরে পাহাড় ধস, দুই শিশুর মৃত্যু
১১ মে ২০১৯ ২১:১৯ | আপডেট: ১১ মে ২০১৯ ২১:২১
কক্সবাজার: উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের মাটি ধসে পড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে বালুখালী হাকিমপাড়া ১৪ নং ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আবদুস শুকুরের ছেলে মো. ইসমাইল (৫) ও ছদরুল আমিনের ছেলে মো. রায়হান (৬)।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, দুপুরে খাবার খাওয়ার পর পাহাড়ের কাছে দুই শিশু খেলাধূলা করছিল। এ সময় পাহাড়ের মাটি ধসে পড়লে শিশু দুটি মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
সারাবাংলা/একে