ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
১১ মে ২০১৯ ১৭:১৭ | আপডেট: ১১ মে ২০১৯ ১৭:৩৯
রংপুর: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলাকারী ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া এই পুলিশ কর্মকর্তাকে রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ প্রত্যাহার চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমের বিষয়ে শনিবার (১১ মে) এ আলটিমেটাম দেওয়া হয়। রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক রায়হান শরিফের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে দাবি জানানো হয়— আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নুসরাত হত্যার প্ররোচনাকারী বিতর্কিত ওসি মোয়াজ্জেমের রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর রেঞ্জ ডিআইজিসহ প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি টানা আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে ওসি মোয়াজ্জেমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জুতা ও স্যান্ডেল প্রদর্শন করেন বিক্ষুব্ধরা। তারা জানিয়েছেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরে বিতর্কিত ওসি মোয়াজ্জেমের ঠাঁই হবে না।
প্রসঙ্গত, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে (৯ মে) সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দফতর। এদিন এক আদেশে ওসি মোয়াজ্জেমকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সদর দফতরের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে রংপুরবাসী। শুক্রবার (১০ মে) রংপুর ডিআইজি অফিসে সংযুক্তির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ উঠেছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সোচ্চার হউন, প্রতিবাদ হবেই। আমাদের অনুরোধ, আমরা ওসি মোয়াজ্জেমকে রংপুর বিভাগে দেখতে চাই না।
রংপুর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার পরিষদের নেতা মাসুদ মোন্নাফ লিখেছেন, ওসি মোয়াজ্জেম তার মহান পেশার সঙ্গে বেঈমানি করেছেন। আমরা তাকে রংপুরে দেখতে চাই না।
সারাবাংলা/একে