চোর ঠেকাতে বাড়িওয়ালার ছাদে বিদ্যুতের ফাঁদ, প্রাণ গেল ৩ জনের
৩ মে ২০১৯ ১৭:০৫ | আপডেট: ৩ মে ২০১৯ ১৯:০৩
রংপুর: রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা বারোটায় নগরীর চারতলা মোড়ের বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন তাজমহল (৬০) , তানিয়া (৪০) ও শিশু তাজমিয়া (০৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির মালিক সৈয়দ আলী চোর ঠেকাতে ছাদের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। শুক্রবার দুপুরে ভাড়াটিয়া তাজমহল বেগম কাপড় শুকাতে গেলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে একই পরিবারের তানিয়া ও শিশু তাজমিয়া এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।
সারাবাংলা/একে