Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাগর-রুনি-তনু-আফসানার খুনিদের শাস্তি হলে নুসরাতকে মরতে হতো না’


১৪ এপ্রিল ২০১৯ ০১:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের মানববন্ধনে বক্তারা বলেছেন, স্বাধীনতার পর গত ৪৮ বছর ধরে ক্ষমতাসীনরা এই দেশে বিচারের সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতির কারণে এই রাষ্ট্রে আজ নারীদের কোনো নিরাপত্তা নেই। সাগর-রুনি, তনু-আফসানার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আজ নুসরাতকে মরতে হতো না।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর চেরাগী চত্বরের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন হয়েছে। নুসরাতসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নির্যাতন-হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামের সর্বস্তরের প্রগতিশীল ছাত্র-যুব-নারী-শিক্ষক-সংস্কৃতি ও রাজনৈতিক সংগঠন এই মানববন্ধনের ডাক দেয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘এ রাষ্ট্রে নারীর মর্যাদা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা দলগুলো। তারা নারী ধর্ষণ, হত্যার বিচার করতে চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুরা খুন, ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু এই নরপশুদের বিচার না হওয়ায় এই মহামারী যেন থামছে না।’

ধর্ষণ-যৌন নিপীড়ন, হত্যাকাণ্ডে দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানান তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রবিউল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার ও ফজল আহমেদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মহিন উদ্দিন, মহিলা পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক লতিফা কবির, শ্রমিক নেতা রাজা মিয়া, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, আইনজীবী নেতা জহির উদ্দিন মাহমুদ, সিপিবি নেতা সিহাব উদ্দিন ও সিতারা শামীম, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রাশিদুল সামির, শ্রমিক নেতা দিলীপ নাথ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা রায়হান উদ্দিন।

বিজ্ঞাপন

এদিকে একইস্থানে ‘চেরাগি আড্ডা’ নামে একটি সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন হয়েছে। এতে নুসরাতকে নিপীড়নকারী ও হত্যার নির্দেশদাতা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাহ’র ফাঁসির দাবি করা হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম নুসরাত সাগর-রুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর