Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ১১৫ রোহিঙ্গা আটক


৫ এপ্রিল ২০১৯ ২২:০৬

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ হয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে হোয়াইক্যং থেকে ১১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ( ৫ এপ্রিল) রাত ৯ টার দিকে টেকনাফের হোয়াইক্যং কচ্ছপিয়ার ঢালার পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ জন নারী ও ২৬ জন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের অস্থায়ী বাসিন্দা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, কিছু দালাল চক্র রোহিঙ্গাদের জড়ো করে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছে। এমন খবরে অভিযান চালানো হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

সারাবাংলা/একে

কক্সবাজার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর