Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবর্ণচরে ‘নির্বাচনি ধর্ষণ’: গ্রেফতার আরও ৩


২ এপ্রিল ২০১৯ ২২:২৫

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে এক নারীকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো, আরমান, রুবেল ও রায়হান। এর আগে সোমবার অভিযুক্ত আবুল বাসার ও ইউসুফ মাঝিকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এ নিয়ে পুলিশ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, আটক আবুল বাশার ও ইউসুফ মাঝিকে মঙ্গলবার দুপুরে ২নং আমলি আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিচারক মাসফিকুল হক বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানের নির্দেশ দেন।

আরও পড়ুন: সুবর্ণচরে আবারও ‘নির্বাচনি’ ধর্ষণ!

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মামলার সব আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এ জন্য সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মঙ্গলবার দুপুরে নির্যাতিতার সব ধরনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গত ৩১ মার্চ সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনে ভিকটিম ও তার স্বামী চশমা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন বাবরকে সমর্থন করেন। সন্ধ্যায় তারা মোটরসাইকেলে চরবাগ্যা গ্রামে নিজেদের বাড়িতে যাওয়ার পথে তালা প্রতীকের প্রার্থী নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহারের সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে ১০-১২ জন তাদের পথরোধ করে। পরে তাদের উত্তর বাগ্যা গ্রামের রুহুল আমিনের মৎস্য খামারের কাছে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীকে মৎস্য খামারের পাশে কলাবাগানে নিয়ে মারধরের পর ধর্ষণ করে। এ সময় তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে রাতেই তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরের দিন নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আরও চারজনসহ মোট ১২ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

ধর্ষণ সুবর্ণচর সুবর্ণচরে গণধর্ষণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর