Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই প্রিসাইডিং অফিসারের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ পুলিশ


২ এপ্রিল ২০১৯ ২০:৪৮

নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্বপালন শেষে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্রলারডুবির দুদিন পর মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে প্রিসাইডিং অফিসারের মেরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল। এর আগে সোমবার সকালে নারী আনসার সদস্য রিতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

তিনি উপজেলার মেঘনাঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক। তার বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

এদিকে ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া। তাকে উদ্ধারের জন্য এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

উল্লেখ্য, ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শম্ভ‚পুরা ইউনিয়নের চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ট্রলারযোগে ফিরছিলেন প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতাসহ ১৭ জন যাত্রী।

বিজ্ঞাপন

পথে সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি। এতে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা নিখোঁজ হন।

পরে সোমবার সকালে চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতার মরদেহ ভেসে উঠে। আর মঙ্গলবার বিকালে প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার হলো।

সারাবাংলা/এমএইচ

ট্রলার ডুবি প্রিসাইডিং অফিসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর