চট্টগ্রামে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, পুলিশ সদস্য গুলিবিদ্ধ
২৪ মার্চ ২০১৯ ১১:০১ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১১:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভোটকেন্দ্র দখল করতে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আরও এক পুলিশসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) চন্দনাইশ উপজেলা সদরে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী সারাবাংলাকে জানান, ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে শ’খানেক বিভিন্ন বয়সী লোকজন। তারা জোরপূর্বক বুথে ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এসময় তারা মারমুখী হয়ে উঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়। তবে একপর্যায়ে কেন্দ্র দখল করতে আসা লোকজন পিছু হটে।
ওসি জানান, ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। পুলিশ পরিদর্শক শাহআলমসহ আরও কয়েকজন আহত হয়েছেন। দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কেন্দ্র দখলের চেষ্টাকারীরা নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বলে জানান ওসি।
এদিকে গোলাগুলির সময় প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
চন্দনাইশে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে লড়ছেন এ কে এম নাজিম উদ্দীন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন এলডিপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া সর্বশেষ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
আওয়ামী লীগ প্রার্থী এ কে এম নাজিম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘আমি কিংবা আমার কোনো নেতাকর্মী ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালাইনি। এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।
সারাবাংলা/আরডি/একে